স্কলারশিপ পেয়ে আমেরিকায় আইন পড়তে যাচ্ছেন সুপ্রিম কোর্টের পাচকের মেয়ে। তাঁকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।
সুপ্রিম কোর্টের পাচক অজয় কুমার সামলের মেয়ে প্রজ্ঞা। আইনে স্নাতকোত্তর পড়ার জন্য আমেরিকার দু’টি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন তিনি। প্রজ্ঞার এই কৃত্বিত্বে খুশি প্রধান বিচারপতি মেয়েটির জন্য আজ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সুপ্রিম কোর্টের সব বিচারপতির সই করা একটি বই প্রজ্ঞাকে উপহার দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয়।’’ অজয় কুমার ও তাঁর স্ত্রীকেও অভিনন্দন জানিয়ে তাঁদের উত্তরীয় পরিয়ে দেন প্রধান বিচারপতি।