
প্রতিনিধি, উদয়পুর :-
৪০ তম জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র বনাম শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ উদয়পুর ছনবন স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে । খেলার প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা মনোজিত বাগচী । এছাড়া উপস্থিত ছিলেন , উদয়পুরের বিশিষ্ট সাংবাদিক বিপ্লব দে , অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক কমল সাহা , সাংবাদিক বিট্টু মজুমদার সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক শ্যামসুন্দর দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন , শরীর গঠনে সবথেকে বিশেষ জরুরি হচ্ছে খেলাধুলা । কিন্তু বর্তমান সময়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা খেলাধুলা একেবারেই ভুলে গিয়েছে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে দিনভর মোবাইল ফোন ও কম্পিউটারে মনোনিবেশ বেশি ঘটিয়ে চলছে । একই সাথে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যাতে আরো বেশি করে আন্তরিকতা বাড়ে তার জন্য এই ধরনের খেলাধুলা আয়োজন করেছে বিবেকানন্দ বিদ্যাপীঠ । এবছর নিয়ে টানা দুই বছর এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ছাত্র ও শিক্ষকের মধ্যে । এদিন ক্রিকেট ম্যাচ দেখার জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের উপস্থিতি ছিল গোটা ময়দান জুড়ে ব্যাপক সাড়া ।