রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো ত্রিপুরার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গড়া। এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে রাজ্য আরক্ষা দপ্তর নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রায় রোজই রাজ্যের কোনো না কোনো থানা এলাকাতে নেশা সামগ্রী আটক হচ্ছে। নেশার বিরুদ্ধে পুলিশের এসব অভিযানের পাশাপাশি রাজ্য আরক্ষা দপ্তর চাইছে রাজ্যের যুবকদের নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে।নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়তে, রান ফর ফিট কর্মসূচির অঙ্গ হিসাবে যুব সমাজকে সচেতন করতে আজ খোয়াই জেলা পুলিশের উদ্যোগে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। খোয়াই থেকে যাত্রা শুরু হয় ম্যারাথন দৌড়। দীর্ঘ ৩৫ কিলোমিটার দৌড়ে বেলা ১১টায় তেলিয়ামুড়া অম্পি চৌমুহানিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ম্যারাথনে অংশ নেওয়া পুলিশ এবং অন্যান্যদের স্বাগত জানায়।অম্পি চৌমুহনি তে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সচেতনতামূলক বক্তব্য রাখেন খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ চন্দ্র যাদব, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, খোয়াই জেলা বন আধিকারিক বোরদে প্রমূখ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, নেশামুক্ত রাজ্য গড় আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। নেশা মুক্ত রাজ্য গড়তে পুলিশ প্রশাসনের সাথে সাথে সমাজকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যুব সমাজকে খেলাধুলায় আরো বেশি করে আগ্রহ সৃষ্টি করতে হবে। খেলাধুলা শরীরচর্চায় আমাদের শারীরিক সুস্থতা যেমন আসে তেমনি আসে মনেরও সুস্থতা। শরীর এবং মন চাঙ্গা হলেই আমরা নানান কাজকর্মে আরো বেশি করে উৎসাহ পাব। এর ফলে স্বাভাবিকভাবেই উন্নয়নমূলক কাজকর্মের দিক দিয়েও আসবে গতি। দেশের প্রধানমন্ত্রীও চাইছেন দেশের যুবসমাজকে আরো বেশি করে খেলাধুলার ময়দানে নিয়ে আসতে উৎসাহিত করছেন। আজকের ম্যারাথন দৌড় সফল করতে পুলিশ অফিসার প্রশনকান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি ডিএসপি সুব্রত চক্রবর্তী সুপ্রিয়ভাবে অংশ নেন। আজকের ম্যারাথন রেলিকে সমর্থন জানাতে খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত বহু মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে হাত নাড়িয়ে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রান ফর ফিটে অংশ নেওয়া সকলকে উৎসাহিত করেন।
150
previous post