Home »  ৪৮ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে, জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী

 ৪৮ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে, জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী

by admin

বৃষ্টি, বন্যা পরিস্থিতি আর ধসের জেরে হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। দুর্যোগের সঙ্গে লড়াই চালিয়ে গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

উদ্ধারকাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টুইট করেন, “৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৫০ হাজারেরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এই কাজের জন্য আমাদের উদ্ধারকারী দল এবং উদ্ধারকাজে জড়িত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের নিরলস প্রচেষ্টায় এত পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

You may also like

Leave a Comment