Home » মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য চাল রফতানি বন্ধ করতে পারে মোদী সরকার, ইঙ্গিত সরকারি সূত্রে

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য চাল রফতানি বন্ধ করতে পারে মোদী সরকার, ইঙ্গিত সরকারি সূত্রে

by admin

গমের পর এ বার চাল। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ঘরোয়া বাজারে জোগান অব্যাহত রাখার উদ্দেশ্যে রফতানি নিয়ন্ত্রণের কৌশল নিতে পারে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই বৈঠক করতে পারে বলে সরকারের একটি সূত্রের খবর।

ঘরোয়া বাজারে গমের জোগান অব্যাহত রাখতে গত বছর কয়েক মাসের জন্য গম রফতানিতে বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। পরে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক আবেদনে সাড়া দিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে এ বার কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের চিন্তা দক্ষিণ আমেরিকা থেকে আসা উষ্ণ বাতাস এল নিনোর প্রভাবে কিছু অঞ্চলে কৃষিতে ক্ষতির আশঙ্কা নিয়ে।

You may also like

Leave a Comment