
ক্রমশ গুজরাত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এই আবহাওয়ায় টানা এক দিনের চেষ্টায় গুজরাতের ওখার তেল উত্তোলন কেন্দ্র থেকে ৫০ জন কর্মীকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। দ্বারকা উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে সমুদ্রে রয়েছে এই ওখার তেল উত্তোলন কেন্দ্র। ঝড় এবং অশান্ত সমুদ্রকে উপেক্ষা করেই চলল উদ্ধারকাজ।সোমবার ওখা থেকে উদ্ধারকাজ শুরু হয়েছিল। ২৬ জন কর্মীকে উদ্ধার করা হয়। রাতে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বন্ধ করা হয় উদ্ধারকাজ। বাকি ২৪ জন কর্মীকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, দ্বারকা থেকে ৪০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে ওখায় ‘কি সিঙ্গাপুর’ তেল উত্তোলন কেন্দ্র থেকে ৫০ জনকে উদ্ধার করেছে উত্তর পশ্চিম উপকূলরক্ষী বাহিনী। উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এবং শূর নামে একটি জাহাজ উদ্ধারে শামিল হয়েছে। উদ্ধারের সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।