Home » কৃষক আন্দোলনের সময় ‘টুইটার বন্ধ করার হুমকি’! প্রাক্তন কর্তার অভিযোগ ওড়াল ভারত সরকার

কৃষক আন্দোলনের সময় ‘টুইটার বন্ধ করার হুমকি’! প্রাক্তন কর্তার অভিযোগ ওড়াল ভারত সরকার

by admin

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সাক্ষাৎকারের পর তোলপাড় পড়ে গিয়েছে দেশে। সোমবার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন প্রাক্তন টুইটার কর্তা জ্যাক। সেখানে নির্দিষ্ট প্রশ্নের জবাবে জ্যাক দাবি করেন, তিনি যখন টুইটারে ছিলেন, তখন ভারত সরকারের উপর থেকে নিয়মিত চাপ আসত। কৃষক আন্দোলনের সময় যে সমস্ত হ্যান্ডল থেকে ওই আন্দোলনের খবর প্রকাশিত হচ্ছিল, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য চাপ আসত। এ ছাড়া সরকারের সমালোচনাকারী সাংবাদিকদেরও অ্যাকাউন্ট বন্ধের জন্য চাপ আসত। যদিও প্রাক্তন টুইটার কর্তার সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।‘ব্রেকিং পয়েন্ট’ নামে ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জ্যাককে নির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল, ‘কোনও বিদেশি সরকার কি তাঁর উপর কোনও ভাবে চাপ সৃষ্টি করত?’ জবাবে, গত বছরই টুইটারের পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দেওয়া জ্যাক বলেন, ‘‘উদাহরণ হিসাবে ভারতের কথা ধরুন। ভারত এমন একটি দেশ, যে দেশ থেকে অনেক অনুরোধ পেতাম, কৃষক আন্দোলন নিয়ে, সরকারের সমালোচক সাংবাদিকদের নিয়ে… এবং এর পরিণতি হিসাবে আমাদের হুমকি দেওয়া হত, ‘আমরা ভারতে টুইটার বন্ধ করে দেব’, ‘আমরা তোমাদের কর্মীদের বাড়িতে অভিযান চালাব’, ‘যদি নিয়ম না মানো, তাহলে আমরা বন্ধ করে দেব’… এটাই ভারত, একটি গণতান্ত্রিক দেশ!’’

You may also like

Leave a Comment