বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) সূত্রে খবর, সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ পর্যটকদের ১টি গাড়ি সিংটম থেকে দিকচু যাচ্ছিল। গাড়িতে ৪ জন পর্যটক ছিলেন। রবিবার প্রবল বৃষ্টিপাতের জেরে একটি পাহাড়ি ঝোরা জলপ্রপাতের আকার ধারণ করে। সেই জলের প্রবল স্রোতে দিকচু যাওয়ার রাস্তা অনেকটা ভেসে গিয়েছিল।
পর্যটকদের গাড়িটি সেই জলের স্রোত পেরিয়ে দিকচু যাওয়ার চেষ্টা করতেই জলের টানে ভেসে যায়। বেশ কিছুটা ভাসিয়ে নিয়ে যাওয়ার পর বরাতজোরে গাড়িটি দু’টি পাঁথরের খাঁজে আটকে গিয়েছিল। কিন্তু জলের স্রোত ক্রমে বাড়ছিল। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।