
ধর্মনগর প্রতিনিধি।
রাজ্য ক্রিকেটের উন্নতির জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ফলস্বর ূপ ধর্মনগরে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশন। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার লান্স ক্লুজনারকে মুখ্য প্রশিক্ষক বানিয়ে আনা হয়েছে এই রাজ্যে। ধর্মনগরের কলেজ সংলগ্ন স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের খেলা পর্যবেক্ষণ করতে এবং কি করে রাজ্য ক্রিকেটের উন্নতি সাধন করা যায় তার জন্য ধর্মনগরের তিনদিন যাবৎ অবস্থান করছেন এই বিশ্ব বিখ্যাত ক্রিকেটার। মঙ্গলবার এই ক্রিকেটারকে সংবর্ধনা দিতে ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসনের পক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল কান্তিনাথ সহ পুরো পরিষদের কাউন্সিলররা এবং অন্যান্য অফিস কর্মীরা। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কে দেখতে মাঠে প্রচণ্ড ভিড় জমে।