প্রতিনিধি, বিশালগড়, ।। সমাজের অন্তিম ব্যাক্তির কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ করছে সরকার। কাউকে সরকারের দুয়ারে কড়া নাড়তে হয়না। বরং সরকার পৌঁছে যাচ্ছে জনতার দুয়ারে। নব্বই শতাংশ দিব্যাঙ্গ কিশোরের হাতে ভাতার ভাতার মঞ্জুরীপত্র তুলে দেন মন্ত্রী টিংকু রায়। বুধবার
জম্পুইজলা মহকুমার প্রমোদনগর এডিসি ভিলেজের সর্বজয় পাড়ায় ছুটে যান মন্ত্রী টিংকু রায়। সঙ্গে ছিলেন জম্পুইজলা মহকুমা শাসক দেবদাস দেববর্মা, শিশু কল্যাণ আধিকারিক সৌমেন চক্রবর্তী। দিব্যাঙ্গ কিশোর জয়ন্ত দেববর্মার হাতে তুলে দেন ভাতার মঞ্জুরীপত্র। জয়ন্তের বয়স পনেরো। তার বাবা ভানুলাল দেববর্মা দরিদ্র চাষী। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। কিন্তু এই দরিদ্র পরিবারটি এতোদিন বঞ্চিত ছিল। আজ সেই বঞ্চনার অবসান ঘটিয়ে দিব্যাঙ্গ জয়ন্তের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সরকার। মন্ত্রী টিংকু রায় বলেন একসময় যারা নিজেদের জনজাতি দরদী বলে দাবি করতেন তারা এই পরিবারটির আর্থামাজিক মানোন্নয়নে কোন ভূমিকা পালন করেনি। বর্তমান সরকার সমাজের প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে। এই পরিবারটি কোন দলের সমর্থক খোঁজা হয়নি।
দিব্যাঙ্গ জয়ন্তের হাতে ভাতার মঞ্জুরীপত্র তুলে দেন মন্ত্রী টিংকু
118
previous post