Home » বিশালগড়ে দরিদ্র চাষির ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষাণ মোর্চা

বিশালগড়ে দরিদ্র চাষির ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষাণ মোর্চা

by admin

প্রতিনিধি,বিশালগড়, ১৩ ডিসেম্বর ।। সেবা মূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠন বিস্তারের কাজে নিয়োজিত বিজেপি। দলের বিভিন্ন মোর্চা সেই নীতিতেই কাজ করছে। মঙ্গলবার কৃষাণ মোর্চার বিশালগড় মন্ডলের কার্যকর্তারা মধ্যলক্ষীবিলের দরিদ্র চাষি রাজিব হোসেনের পাকা ধান কেটে ঘরে তোলে দেন। কর্মসূচিতে কাঁচি হাতে অংশ নেন কৃষাণ মোর্চার সিপাহীজলা জেলা সভাপতি মনিষ সরকার, বিশালগড় পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন দেব, কৃষাণ মোর্চার বিশালগড় মণ্ডল সভাপতি বিপ্লব কুমার সাহা, বিজেপির জেলা সদস্য লিটন কুমার সাহা প্রমূখ। চাষী রাজীব হোসেনের অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল। কৃষি তার একমাত্র পেশা। কৃষাণ মোর্চার কার্যকর্তারা শ্রমদান করে দরিদ্র চাষির পাশে দাঁড়ালেন। কৃষাণ মোর্চার সেবামূলক কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে। চাষি রাজীব হোসেন জানান বর্তমান সরকার চাষীদের পাশে রয়েছে। আমরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছি। কৃষি দপ্তর চাষের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা করছে। বিজেপির কার্যকর্তারা ধান কেটে সহায়তা করায় অত্যন্ত খুশি কৃষক রাজীব হোসেন।

You may also like

Leave a Comment