Home » ধনবিলাস গ্ৰামে শুরু নক আউট ক্রিকেট প্রতিযোগিতা

ধনবিলাস গ্ৰামে শুরু নক আউট ক্রিকেট প্রতিযোগিতা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ধনবিলাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা।ইউনিটি ফর সাক্সেস সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চূড়ান্ত পর্যায়ে জয়ী দলকে ১২,০০০ টাকা এবং রানার্স আপ দলকে ৭,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী সন্দীপ দেবরায়। সঙ্গে উপস্থিত ছিলেন ধনবিলাস পঞ্চায়েত প্রধান ভদ্রমোহন সিনহা,চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা এবং অন্যান্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ দেবরায় বলেন,খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না,এটি সমাজকে নেশামুক্ত এবং যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।এমন একটি উদ্যোগ যুবসমাজকে নতুন দিশা দেখাবে।ইউনিটি ফর সাক্সেস এর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এ ধরনের উদ্যোগ আরও নেওয়া উচিত।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা সৃষ্টি করা নয়, বরং যুবসমাজকে মাদক ও অন্যান্য বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠমুখী করা। আয়োজক কমিটির এই প্রয়াস স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

You may also like

Leave a Comment