Home » শিশুরা আগামী দিনে দেশের উজ্জ্বল নক্ষত্র : শিশু উৎসবে বললেন অর্থমন্ত্রী

শিশুরা আগামী দিনে দেশের উজ্জ্বল নক্ষত্র : শিশু উৎসবে বললেন অর্থমন্ত্রী

by admin
  • প্রতিনিধি, উদয়পুর :- রবিবার উদয়পুর শিশু উদ্যানে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আট দিনব্যাপী ৭ তম শিশু উৎসব উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী, শিশু উৎসব কমিটির আহ্বায়ক তথা সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন শিশু উৎসব ২০২৫ এর স্মরণিকা উন্মোচন করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অতিথিবর্গরা। পাশাপাশি, কলা উৎসবে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে দিশা লোধ, নবরূপ ভট্টাচার্য, মনোজিৎ দেবনাথ এই তিন জন কৃতিত্ব লাভ করেছে তাদেরকে সম্বর্ধনা প্রদান করেন। এই শিশু উৎসবকে কেন্দ্র গোমতী জেলা ছাড়াও দক্ষিণ ও সিপাহীজলা জেলা থেকে ১৬০০ জনের অধিক বেশি ছেলে-মেয়েরা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
    এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, শিশুদেরকে আধ্যাত্মিক পরিবেশে নিয়ে আসা জন্য শিশু উৎসব করা প্রয়োজন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের শিশু উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি, আজকের এই বিশেষ দিনে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন তিনি। তিনি আরোও বলেন, এই ধরনের উদ্যোগ দ্বারা শিশুদের পরিপূর্ণ পরিচর্চা করার মাধ্যমে সুষ্ঠ সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এদিন ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

You may also like

Leave a Comment