প্রতিনিধি, বিশালগড় , ১৩ ডিসেম্বর।। সিপাহীজলা জেলা পুলিশ এবং জেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সিপাহীজলা জু মাঠে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে সাংবাদিক একাদশ। সাংবাদিক পক্ষে জেলা শাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল ২৩ রান করে। মান্নান হক ৭ রান করে। পুলিশ দলের আরপি সিং এবং ময়নাল ৩ টি করে উইকেট পায়। জবাবে খেলতে নেমে ৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পুলিশ একাদশ। বিজয়ী দলের আরপি সিং ৪০ জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি ৭ রানে অপরাজিত থাকে। ম্যান অব দি ম্যাচ আর পি সিং এর হাতে পুরস্কার তুলে দেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ। রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন এসপি বি জে রেড্ডি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সুত্রধর সহ জেলার পুলিশ আধিকারিকরা। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি সমীর ভৌমিক, সহসম্পাদক খোকন ঘোষ প্রমুখ।
45
previous post