Home » গন্ডাছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের সাতদিনের বিশেষ শিবিরের সমাপ্তি

গন্ডাছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের সাতদিনের বিশেষ শিবিরের সমাপ্তি

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ১২ এপ্রিল:- বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্ত হল গন্ডাছড়া দ্বাদশের সাত দিন ব্যাপি এন এস এস এর বিশেষ শিবির। গত ৬ এপ্রিল মহকুমার বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে উক্ত শিবিরের শুভ উদ্বোধন করেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডি সি এম অনিন্দ্র চক্রবর্তী, ডুম্বুরনগর এবং রইস্যাবাড়ি বিদ্যালয় পরিদর্শক যথাক্রমে তুইসা মগ, ব্রজমোহন মুড়াসিং, দ্বিতীয় দিন দত্তক নেওয়া গ্রাম ষাট কার্ডে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। সহযোগিতায় ছিলেন গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। সেখানে ডাক্তার লেব্রাসাই মগ রোগীদের স্বাস্হ্য পরিক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন। তৃতীয় দিন শিক্ষামূলক ভ্রমণে মহকুমার বিশ্বকর্মা পাড়া ও ডুম্বুর জলাশয় যান স্বেচ্ছাসেবীরা। সেখানে তারা স্থানীয়দের জীবন জীবিকার বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন। চতুর্থ দিনে একক নৃত্য, একক সংগীত ও পোস্টার তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেচ্ছাসেবীদের নিয়ে । একই দিনে “বিকশিত যুবা বিকশিত ভারত ” থিম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা।পঞ্চম দিন অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্ত দান শিবিরের উদ্বোধন করেন ডিসিএম ওমকার দেব ।শিবিরে মহকুমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়,বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা,এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সহ অন্যান্য,শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা রক্তদান করেন। অনুষ্ঠানে একক নৃত্য, একক সংগীত ও পোস্টার তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন বিশিষ্ট জনেরা। ষষ্ঠ দিনে নির্বাচনের কর্মীদের মহড়া ও নির্বাচন কেন্দ্র গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাফাই অভিযান করা হয় । একই দিনে “সেচ্ছাসেবীদের ভূমিকা” নিয়ে সেমিনারে আলোচনা করেন প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ । সপ্তম তথা শেষ দিনে শিবিরে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের আগামী দিনে মহাবিদ্যালয়ের স্তরেও সেবামূলক কাজ করে যেতে আহ্বান জানান ভাইস প্রিন্সিপাল শ্রী ত্রিপুরা । একই সাথে তিনি তাদের হাতে শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য শিবিরের প্রথম দিন বছরের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসেবে রাজু মগ’কে পুরস্কৃত করা হয়। শিবিরে সমস্ত অতিথিদের প্রদান করা হয় স্মারক উপহার। বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ জানান, স্বেচ্ছাসেবীরা শিবিরে কিছু টাকা সঞ্চয় করেছেন আগামী দিনে এলাকায় স্থায়ী সম্পদ তৈরি করে দেওয়ার জন্য। তিনি মহকুমা শাসক অরিন্দম দাস ও মহাকুমা স্বাস্থ্য আধিকারিক ড. জটিলেশ্বর দেববর্মা- কে তাদের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

You may also like

Leave a Comment