প্রতিনিধি, বিশালগড়, ১২ মার্চ।। কেরলে এসএফআই ক্যাডারদের হাতে খুন হয়েছে এক ছাত্র। সেখানকার ভ্যাটেনারি কলেজের ছাত্র সিদ্ধার্থনকে অমানুষিক নির্যাতন করে খুন করা হয়েছে। এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন কলেজ প্রাঙ্গণে ছাত্র হত্যা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে বিদ্যার্থী পরিষদ। এদিন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতিবাদ মিছিল করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া ছাত্র হত্যার মতো জঘন্যতম অপরাধ দমনের দাবি জানান। আন্দোলনে অংশ নেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সিপাহীজলা জেলা সংগঠন মন্ত্রী পাপন দাস, সংগঠনের সোনামুড়া ইউনিট সেক্রেটারি সাগর রায়, সহসম্পাদক টুটন ভৌমিক প্রমুখ। এছাড়া এদিন আগরতলার বীরবিক্রম মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারা এসএফআই এর ন্যাক্কারজনক কার্যকলাপের তীব্র নিন্দা জানান। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
কেরলে ছাত্র হত্যার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ
100