Home » বিশালগড়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব

বিশালগড়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১২ মার্চ।। নবরূপে সেজে ওঠছে বিশালগড়। দীর্ঘ বাম জামানায় বঞ্চনার জাতাঁকলে পিষ্ট ছিল বিশালগড়। সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বিশালগড়ের সার্বিক উন্নয়নে কাজ করছে বিধায়ক সুশান্ত দেব। মানুষের দাবিকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হচ্ছে। গ্রামীণ রাস্তা, পানীয় জল সহ মৌলিক চাহিদা পূরণ হচ্ছে দ্রুত গতিতে। এরই প্রতিফলন সরূপ মঙ্গলবার একই দিনে বিশালগড় বিধানসভার তিনটি নবনির্মিত রাস্তা এবং কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। মঙ্গলবার দিনভর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ জন সম্পর্ক অভিযানে অংশ নেন তিনি। প্রথমে নবীনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে নবনির্মিত রাস্তার উদ্বোধন করেন। এই সি সি রোড তৈরিতে খরচ হয়েছে ৫৭.৫৩ লাখ টাকা। ড: শ্যামাপ্রসাদ মুখার্জি মার্গ নামাঙ্কিত রাস্তার উদ্বোধনে গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। এরপর গজারিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে নবনির্মিত বিবেকানন্দ মার্গ নামাঙ্কিত রাস্তার উদ্বোধন করেন। এতে খরচ হয়েছে ২০.৪৯ লাখ টাকা। এছাড়া প্রভুরামপুর আমতলীতে নির্মাণ হয়েছে সিসি রোড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃদেবী হিরাবেন মোদির নামে রাস্তার নামকরণ হয়েছে। তিনটি নবনির্মিত রাস্তা উদ্বোধন করে বিধায়ক সুশান্ত দেব জানান দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে সংশ্লিষ্ট তিনটি গ্রামের মানুষদের। তাদের দাবি পূরণ হয়েছে। এমএন রেগা প্রকল্পে রাস্তা তৈরি হয়েছে। এছাড়া এদিন মধ্যলক্ষীবিল পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে নবনির্মিত নাট মন্দিরের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে এই নাট মন্দির নির্মাণ হয়েছে। তাছাড়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে চন্দ্রনগরে নবনির্মিত কমল ফেসিলিটি সেন্টার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড়ের প্রতিটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি বিধায়ক হয়েছেন। নানা সমস্যার সমাধানে কাজ চলছে। একসময় বিশালগড়ের বিধায়ক মন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছে। কিন্তু মানুষের জন্য কাজ করেনি। এছাড়া পাচঁটি প্রকল্পের উদ্বোধন সহ জন সম্পর্ক অভিযানে অংশ নেন তিনি। এদিন গজারিয়া গ্রামের শ্রীকান্ত দাসের মৎস্য হ্যাচারি উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে সহযোগিতা নিয়ে হ্যাচারি তৈরি করেছেন শ্রীকান্ত দাস । এতে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে।

You may also like

Leave a Comment