
প্রতিনিধি, গন্ডাছড়া ১২ মার্চ:- প্রত্যেক বছরের ন্যায় এবছরও গন্ডাছড়া বিজু মহকুমা কমিটির উদ্যোগে আগামী ১৩ এবং ১৪ই মার্চ দুই দিন ব্যাপী ৫তম “বিজু আভা ” অনুষ্ঠিত হবে। স্থানীয় ধলাঝাড়ী গঙ্গাধর কার্বারী গ্ৰামে দুই দিনের এই মহতী বিজু আভা অনুষ্ঠানে প্রথম দিনে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ইন্ডাষ্ট্রি , কমার্স,জেল এবং ওবিসি কল্যান দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং ২য় দিনে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক শম্ভুলাল চাকমা। তাছাড়া দুই দিন ব্যাপী অনুষ্ঠানে মিজুরামের নামিদামি শিল্পীরা উপস্থিত থাকবেন। এই বিজু আভা অনুষ্ঠান মূলত আদিকাল থেকে চলে আসা চাকমা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতির বিকাশকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অনুষ্ঠিত করা হয়। এখানে চাকমা সম্প্রদায়ের নানা ধরনের নাচগান এবং খেলাধুলা অনুষ্ঠিত করা হবে। এনিয়ে মঙ্গলবার গন্ডাছড়া ধলিঝাড়ি স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বিজু মহকুমা কমিটির সভাপতি জয় মনি চাকমা, সুলোআনী কার্বারী সুভাষ চাকমা, সমাজসেবক প্রীতি কুমার চাকমা, সম্পাদক সুমন্ত সেন চাকমা ছাড়াও চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দরা। এই বিজু আভা অনুষ্ঠানে সমস্ত জনসাধারণের সহযোগিতা এবং উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়।