Home » স্ত্রীকে পিটিয়ে বাড়িছাড়া করল স্বামী

স্ত্রীকে পিটিয়ে বাড়িছাড়া করল স্বামী

by admin

প্রতিনিধি মোহনপুর:-স্ত্রীকে পিটিয়ে বাড়িছাড়া করল স্বামী। অবশেষে বাবার বাড়ির লোকেরা এসে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনা বাবুটিয়ার দাসপাড়া এলাকায়। অভিযোগ বিকাশ দাস তাঁর স্ত্রীকে পিটিয়ে বিগত চার দিন যাবত বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। কি অবস্থায় প্রতিবেশীদের বাড়িতে রাত কাটাচ্ছেন গৃহবধূ রিতা সরকার। মঙ্গলবার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে এই বিষয়ে নিগৃহীতা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
বিয়ে হয়েছে প্রায় চার বছর। তেলিয়ামুড়ার মহর ছাড়ার নিবাসী জগদীশ সরকারের মেয়ে রিতা সরকারের বিয়ে হয়েছিল বাবুটিয়ার দাসপাড়া এলাকার বিকাশ দাসের সাথে। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয়েছিল অত্যাচার। বর্তমানে অত্যাচারে মাত্রা বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকদিন যাবত গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিল স্বামী। বিগত চারদিন যাবত বাড়ি ছাড়া গৃহবধূ। পড়ার বিভিন্ন জনের বাড়িতে ঘুরে ঘুরে রাত কাটাচ্ছেন তিনি। অবশেষে মঙ্গলবার ছুটে এলো বাবার বাড়ির লোকেরা। বামুটিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে নিগৃহীতা এবং বাবার বাড়ির লোকেরা গোটা বিষয়টি জানিয়েছেন পুলিশকে। উনারা দাবি করেছেন এই নির্যাতনের একটা সুরাহা করুক পুলিশ। আরো অভিযোগ গৃহবধুর বিভিন্ন জামাকাপড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী। এই অবস্থাতে গৃহবধূ এই বাড়িতে থাকলে তার ওপর আরো আক্রমণ হতে পারে এই ভয়ে গৃহবধূকে নিয়ে গেছে বাবার বাড়ির লোকেরা।

You may also like

Leave a Comment