ধর্মনগর প্রতিনিধি, :- রাতের অন্ধকারে কোয়ার মধ্যে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের। সে আবার কথা বলতে পারেননা আর কানে শুনেনা এক কথায় বলতে গেলে বোব প্রকৃতির ছেলে ছিল সে। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন পশ্চিম বাঘন গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবকের নাম শঙ্কর নাথ (২৬) পিতা নন্দ নাথ বাড়ি পশ্চিম বাঘন সাত নম্বর ওয়ার্ডে । মৃত্যুবরন হয় ওই যুবকের একই ওয়ার্ড এলাকায় নিজ বাড়ি থেকে কয়েক মিটার দূরে। বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ পাশের বাড়ির বিভাষ দাসের পিতা সোধন্য দাসের বাড়িতে উঠানে পিকনিকে সাউন্ড সিস্টেমের সংযোগ স্থাপন করতে যায় শঙ্কর। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিভাষ দাসের বাড়ির দক্ষিণ দিকে একটি কোয়াতে পড়ে মৃত্যু হয় শঙ্কর নাথের। এদিকে শঙ্কর নাথ বাড়ি না আসায় তার মা তাকে খোঁজতে বিভাষ দাসের বাড়ি হাজির হন । তিনি খোঁজ নিয়ে জানতে পারেন শঙ্কর বহু আগেই বিভাষ দাসের বাড়ি থেকে নিজ বাড়িতে চলে গেছে। এরপর শুরু হয় সকলে মিলে শঙ্করের খোঁজাখুঁজি । অবশেষে রাত প্রায় এগারোটা নাগাদ বিভাষ দাসের বাড়ির দক্ষিণ দিকে ওই কোয়ার মধ্যে শঙ্করের দেহ পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এলাকাবাসীরা তাকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে । কর্তব্যরত চিকিৎসক শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জনান হয়নি তাছাড়া তারা কোন ধরনের ময়নাতদন্ত করবে না বলে সাফ জানিয়ে দেয় পরিবারের লোকেরা কদমতলা থানায় পুলিশকে পরবর্তীতে পরিবারের লোকজন রাতেই শঙ্করকে বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে।
137