
সরকারি অফিসের ‘আবর্জনা’ বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করে ফেলল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বাতিল কাগজপত্র, ফাইল, অকেজো যানবাহন ইত্যাদি এই বিক্রির তালিকায় আছে। কিছু দিন আগে ভারত চাঁদে মহাকাশযান পাঠিয়েছে। ইসরোর তাতে খরচ হয়েছে ৬০০ কোটি টাকা। সেই প্রকল্পের সমান টাকা বাতিল জিনিসপত্র বিক্রি করেই তুলে ফেলেছে কেন্দ্র। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারের এই আয়ের পরিসংখ্যান অগস্ট পর্যন্ত। আগামী অক্টোবর মাসের মধ্যে আয়ের পরিমাণ হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।প্রশাসনিক দফতরগুলিতে সাফাই অভিযান চালাচ্ছে সরকার। আগামী ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবার একটি অভিযান চলবে। যার মূল লক্ষ্যই হল পরিচ্ছন্নতা। প্রশাসনে বিভিন্ন ঝুলে থাকা কাজ কমাতে এই অভিযানের আয়োজন। গত বছর অক্টোবর মাসেও এমন একটি আয়োজন করা হয়েছিল। সে বার সরকার ৩৭১ কোটি টাকা আয় করেছিল। আগামী অক্টোবরে সরকারের লক্ষ্য অন্তত ৪০০ কোটি টাকা।