প্রতিনিধি,গন্ডাছড়া ১১ জানুয়ারি:- নারিকেল কুঞ্জে আবারো যাত্রী নিয়ে উল্টে যায় নৌকা। ঘটনা শনিবার বিকাল চারটায় ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এদিন ১৫ জন যাত্রী নিয়ে একটি মেশিনের নৌকা নারিকেল কুঞ্জ পর্যটন কেন্দ্রে আসার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি নারিকেল কুঞ্জের কাছাকাছি আসতেই উল্টে যায়। দূর থেকে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আশপাশ এলাকার লোকজনেরা দ্রুত ছুটে এসে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। যদিও দুর্ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়। উল্লেখ্য গত মাস থেকে এ পর্যন্ত তিন তিনটি যাত্রী বোঝাই নৌকা দুর্ঘটনার শিকার হয়। নারিকেল কুঞ্জে পরপর নৌকা ডুবে যাওয়ার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক পর্যটক এই ভয়ে নৌকায় উঠতে চাইছে না। পর্যটকদের পক্ষ থেকে দাবি উঠেছে নৌকার মাঝিদের আরো বেশি করে সতর্কতা অবলম্বনের।
181
previous post