137
ধর্মনগর প্রতিনিধি। বুধবার সকাল বেলা স্নান করতে গিয়েছিল এলাকার হরেন্দ্র রিয়াঙ নামে এক ব্যক্তি। তার বয়স 43 বছর। কিন্তু নদীতে স্নান করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খেদা ছড়া পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় এবং রেসকিউ দলকে খবর জানানো হয়। জানা গেছে সবাই নিরুপায় হয়ে বর্তমানে এনডিআরএফ-এ র সাহায্য নেওয়া হয় হরেন্দ্র রিয়াঙকে খোঁজার জন্য। এমডি আরএফ এর জোয়ানরা তল্লাশি জারি রেখেছে কিন্তু এখন পর্যন্ত হরেন্দ্র জীবিত বা মৃতদেহ কিছুই পাওয়া যায়নি।