শান্তির বাজার প্রতিনিধি : ঘটনার বিবরনে জানাযায় জোলাইবাড়ী ব্লকের অধীনে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার প্রচেষ্টায় কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্তবাড়ী ধনতিফা পাড়ায় এলাকাবাসীর যাতায়তের সুবিধার্থে ইট সলিং রাস্তা নির্মানকরাহয়। কিন্তু দেখাযায় রাস্তা নির্মানের দায়িত্বেথাকা জোলাইবাড়ী ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাস কোনোপ্রকার পরিকল্পনা ছারা অর্থ নয় ছয় করার জন্য সাইউওয়াল ছারা নিম্নমানের ইটের সলিং রোড তৈরি করছে বলে অভিযোগ উঠে আসছে। এতেকরে সামান্য বৃষ্টির মধ্যে রাস্তা ভেঙ্গেপরেযায়। যারফলে এলাকার লোকজনেরা যাতায়তের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। ইঞ্জিনিয়ার বিমল দাসের বিরুদ্ধে বিগতদিনেও নানান অভিযোগ ছিলো। উনার অধিকাংশ কাজ এখনো সমাপ্তি হয়নি। প্রতিটি কাজের বরাদ্ধ অর্থ তিনি নিজের কাজে ও ব্লকের দায়িত্বে থাকা হেভিওয়েট নেতৃত্বের পিছনে খরচ করছে বলে জানাযায়। যারফলসরূপ ব্লকথেকে উনাকে যেসকল কাজ দেওয়াহচ্ছে সবকয়টি কাজের অভিযোগ প্রতিনিয়ত উঠেআসছে। জোলাইবাড়ী বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে বদনামকরার লক্ষ্যে নিম্নমানের কাজ করেযাচ্ছে ইঞ্জিনিয়ার বিমল দাস এমনটাই অভিযোগ। জোলাইবাড়ী ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক এই বিষয়ে জেনেও তিনি নিরব দর্শকের ভূমিকা পালন করছে। সকলে চাইছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও রাজ্যসরকার বিষয়টির উপর নজর দিক এবং দুরনিতির সাথে যুক্ত লোকজনদের চিহ্নিত করার জন্য সকলে বিশেষ আহব্বান জানিয়েছেন।
75
previous post
বিশালগড়ে প্রতি পাড়ায় সুশান্ত কার্যক্রমে জনস্রোত
next post