প্রতিনিধি কৈলাসহর:-ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে দিল্লী গাজিয়াবাদ নেহেরু নগরের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে অংশগ্রহণ করছেন ২৫ জন। তার মধ্যে ঊনকোটি জেলা থেকে ১৩ জন এবং বাকিরা রাজ্যের অন্যান্য জেলা থেকে মোট ২৫ জন অংশগ্রহণ করবে।অনলাইন প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগীতা।সেখানে চারটি গ্রুপের মধ্যে ত্রিপুরা শাখা থেকে ৫-১২ সাব জুনিয়র গ্রুপ,১৩-২০ জুনিয়র গ্রুপ, ২০-৫০ বছরের সিনিয়র গ্রুপ ও ৫১-৭০ বছরের মাস্টার গ্রুপ থেকে অংশগ্রহণ করছে। ত্রিপুরা শাখা থেকে যে ২৫ জন আন্তর্জাতিক এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদেরকে গিয়াস ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা ইউনিভার্সেল ইউগা স্পোর্স ফেডারেশনের সম্পাদক গিয়াস উদ্দিন লাবলু জার্সি তুলে দিয়েছেন। একই সাথে এই ২৫ জনকে নিয়ে দিল্লি গাজিয়াবাদে যাচ্ছেন আশরাফ ইয়োগা সেন্টারের প্রশিক্ষক তথা ইউনিভার্সেল ইউগা স্পোর্স ফেডারেশনের সভাপতি আশরাফ আলী।
221
previous post
বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু শালগড়া গ্রাম পঞ্চায়েতে
next post