প্রতিনিধি, বিশালগড় ,। মেরি মিট্টি মেরি দেশ, মিট্টি কো নমন বীরো কে বন্দন কার্যক্রম চলছে সারা দেশে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এই কর্মসূচি চলছে। বৃহস্পতিবার বিশালগড় ব্লকের কসবা পঞ্চায়েত ভিত্তিক মেরি মিট্টি মেরি দেশ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাইদ্যারদিঘী স্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, জেলা পরিষদের সদস্য দিলীপ দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা মলিনা চৌধুরী, গ্রাম প্রধান প্রান্তোষ শীল প্রমুখ। কসবা পঞ্চায়েতের গোপীচান দেবনাথের একমাত্র পুত্র সঞ্জয় দেবনাথ সেনাবাহিনীর জওয়ান ছিলেন। মণিপুরে কর্তব্যরত থাকাকালীন ভূমিধসে শহিদ হয়েছিলেন এই বীর সেনা জওয়ান। অনুষ্ঠানে শহিদ জওয়ান সঞ্জয় দেবনাথের বাবা মা স্ত্রী পুত্রকে সম্মাননা জ্ঞাপন করা হয়। শহিদ জওয়ানের বাবা গোপীচান দেবনাথকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। স্ত্রী নিপা দেবনাথের হাতে তুলে দেয়া হয় শহিদ জওয়ানের ছবি। জওয়ানের একমাত্র ছোট পুত্র এসরাজ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জওয়ানের মাতৃদেবী কান্নায় ভেঙে পড়েন। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক পুত্র শোকে বিহ্বল মাতাকে বুকে জড়িয়ে শান্তনা দেন। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে অমৃত মহোৎসবের ঘোষণা দিয়েছিলেন। মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে। অমৃত মহোৎসব শেষ হতে যাচ্ছে। নাম জানা না জানা সকল স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। ভারতমাতার বীর শহিদ সন্তানদের স্মরণ করার জন্য এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আজও বহিঃশত্রুর হাত থেকে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে শহিদ হচ্ছে বীর জওয়ানরা। এই মাটি এই দেশ রক্ষার দায়িত্ব শুধু সেনা জওয়ানদের নয়। এই মাটি রক্ষার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। অনুষ্ঠানে গ্রামের মাটি কলসিতে করে পাঠানো হয় দিল্লিতে। সারা দেশ থেকে মাটি যাবে দিল্লিতে। এ উপলক্ষে বাইদ্যারদিঘীতে বৃক্ষ রোপণ করা হয়।
103
next post