105
নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর…..কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর দ্বিতল ভবনের কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার ছিল দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ। এই কাজ পরিদর্শনে যান এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ পূর্ত দপ্তর আধিকারিকরা এবং ছিলেন স্কুলের কর্তৃপক্ষ রাও। মূলত বিদ্যা জ্যোতি প্রকল্পে প্রায় আড়াই কোটি টাকা খরচ করে দশটি শ্রেণীকক্ষ নির্মিত হবে বলে জানা যায়। আগামী দুর্গ পুজোর আগে এই কাজটি শেষ হবে বলে জানান বিধায়ক। এই কল্যাণপুর স্কুলে প্রায় ১২০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এলাকাবাসী সহ স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল দ্বিতীয় বিল্ডিং করার, অবশেষে দাবি মিটতে চলল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষা সহ এলাকাবাসী ।