Home » সোমবার রাত আনুমানিক৯ টা নাগাদ আগুনের সূত্রপাত হয় মুদিমালের দোকানে

সোমবার রাত আনুমানিক৯ টা নাগাদ আগুনের সূত্রপাত হয় মুদিমালের দোকানে

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যানপুর…..সোমবার রাত আনুমানিক৯ টা নাগাদ আগুনের সূত্রপাত হয় মুদিমালের দোকানে, ঘটনা কল্যাণপুর থানাধীন বাগান বাজারের মিনাল দেব এর দোকানে। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়। চৈত্র মাসের শেষ বাজারে এই অগ্নিকাণ্ডে বহু পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়। মঙ্গলবার এই ঘটনার খুঁজ খবর নিতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে সরকারি সহযোগিতা করার জন্য ঘটনাস্থল পরিদর্শন এবং দোকানের মালিকদের পাশে থাকার আশ্বাস নিয়ে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, অতিরিক্ত মহুকুমা শাসক ডি সি এম অঞ্জন দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিধায়ক সহ অন্যান্যরা দোকানের মালিক মিনাল দেব”কে আশ্বাস দেন যা ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারীভাবে পৌঁছে দেওয়ার। সোমবার রাতের আগুন বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে জানান দোকানের মালিক।

You may also like

Leave a Comment