105
গোষ্ঠীহিংসার ঘটনার দু’দিনের মাথায় ছত্তীসগঢ়ের বেমেতরা জেলা থেকে উদ্ধার করা হল দু’টি ক্ষতবিক্ষত দেহ। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে বীরাণপুর শহরের প্রায় ৫ কিলোমিটার দূরে দেহ দু’টি উদ্ধার হয়। জেলা সদর বেমেতরা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।জেলার পুলিশ সূপার ইন্দিরা কল্যাণ এলস্লা বলেন, ‘‘এখনও নিহত দু’জনকে শনাক্ত করা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। দেহ দু’টিতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে একে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।’’ তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।