Home » সাংবাদিক নিগ্রহ কান্ডে অভিযুক্ত ওসি’র শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে সাংবাদিকরা

সাংবাদিক নিগ্রহ কান্ডে অভিযুক্ত ওসি’র শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে সাংবাদিকরা

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১১ মার্চ।। ধৈর্যের বাঁধ ভেঙেছে সাংবাদিকদের। নয় দিন পরেও বহাল তবিয়তে রয়েছে টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং। এবার ওসি’র শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে সাংবাদিকরা। বেঁধে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা সময়।
গত ২ মার্চ গভীর রাতে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং কতৃক হেনস্তার শিকার হয়েছে। সেদিন রাতে ওসির নেতৃত্বে একদল টিএসআর জওয়ান সাংবাদিক ভবতোষ ঘোষের গোলাঘাটি স্থিত বাড়িতে ঢুকে দরজায় লাথি মারতে থাকে। প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় ভবতোষ ঘোষ সহ তার স্ত্রী কন্যার। বাইরে কে জিজ্ঞেস করতেই উত্তর আসে আমরা পুলিশ। পুলিশ আসায় দরজা খোলে দেন সাংবাদিক ভবতোষ ঘোষ। কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই ওসি দেবানন্দ রিয়াং এর নির্দেশে টিএসআর জওয়ানরা সাংবাদিক ভবতোষ ঘোষকে পুলিশের গাড়িতে তোলার জন্য টানাহেঁচড়া শুরু করে। তখন ভবতোষ ঘোষ পুলিশকে বলেন আমাকে থানায় যেতে হলে যাবো। কিন্তু আমাকে পোশাক পড়তে দিন। কিন্তু কোন কতা শুনেনি ওসি দেবানন্দ রিয়াং। সাংবাদিক ভবতোষ ঘোষ এর নাবালিকা কন্যাকে ধমকান ওসি এবং টিএসআর জওয়ান। ভবতোষ ঘোষকে থানায় নিয়ে যায়। প্রায় তিন ঘন্টা পর আবার বাড়িতে এনে দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পরদিন বিশালগড় ছুটে যায় আগরতলা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল। আগরতলা এবং বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা সিপাহীজলা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানিয়ে ওসি দেবানন্দ রিয়াং এর শাস্তির দাবি জানান। কিন্তু নয় দিন অতিক্রান্ত হওয়ার পরেও কোন হেলদোল নেই জেলা পুলিশ কতৃপক্ষের। তাই আজ শনিবার বিশালগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে পরবর্তী কর্মসূচি স্থির করা হয়। আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ওসি দেবানন্দ রিয়াং কে বরখাস্ত করা না হলে আন্দোলন তীব্রতর করবে সাংবাদিকরা। আগামী সোমবার জেলা পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে গণধর্নায় বসবে সাংবাদিকরা।পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলন চলতে থাকবে বলে বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment