184
			
				            
			        
    - প্রতিনিধি, বিশালগড় , ১২ সেপ্টেম্বর।। বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় কালী মন্দির, শনি মন্দির এবং অসহায় মহিলার বাড়িতে চুরির ঘটনায় এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে গত ৭ সেপ্টেম্বর রাতে। কালীমন্দিরে কালী মায়ের স্বর্ণালংকার, শনি মন্দিরের আসবাবপত্র এবং মহিলার ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনটি চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় সৌরভ সিংহ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ৮৬/২৫ বিএলজি থানা । মামলা হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ তদন্তে নেমে পড়ে। অবশেষে চুরির ঘটনায় জড়িত বিপ্লব দাস নামে জাঙ্গালিয়া এলাকার এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে পুলিশ । জানা যায় চোর বিপ্লব নেশায় আসক্ত। নেশার টাকা যোগাড় করতে চোরের খাতায় নাম লিখিয়েছে। ওসি বিজয় দাস জানান চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
