Home » সপ্তমীর সন্ধ্যা ঘনিয়ে আসতেই উদয়পুরে বিভিন্ন পুজো মন্ডপে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় সন্ধ্যা থেকে

সপ্তমীর সন্ধ্যা ঘনিয়ে আসতেই উদয়পুরে বিভিন্ন পুজো মন্ডপে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় সন্ধ্যা থেকে

by admin

উদয়পুর প্রতিনিধি : ষষ্ঠীতে উদয়পুরে ভারী বৃষ্টিপাত থাকার কারণে মন ভেঙেছিল দর্শনার্থীদের । কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠে পরিস্থিতি। সপ্তমীর সন্ধ্যা ঘনিয়ে আসতেই উদয়পুরে বিভিন্ন পুজো মন্ডপে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় সন্ধ্যা থেকে । নতুন পোশাক পরিধান করে দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ভিড় জমান ঠাকুর দেখার জন্য। গোটা শহর জুড়ে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে নানা বাহারি রঙে রঙিন হয়েছে শহর উদয়পুর। যত রাত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে পুজো মণ্ডপ গুলিতে । নানা থিম তৈরি করা হয়েছে বিভিন্ন ক্লাব গুলিতে ।‌ মহকুমা ছাড়িয়ে জেলা থেকে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা ভীড় জমান বিভিন্ন পূজো মন্ডপে এবং সাথে বহু অভিজ্ঞতা সঞ্চয় করতে্য দেখা যায় এদিন । ফুটপাতে ব্যবসা করা ছোট বড় দোকানিরা তাদের খাবারের দোকান যেভাবে সাজিয়ে বসেছে তাতে করে ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় বিভিন্ন দোকানগুলিতে । রাতের শহর উদয়পুরে যাতে কোন ধরনের সমস্যা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার । পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকপোস্ট থেকে শুরু করে ট্রাফিক গেইট বসানো হয়েছিল। যাতে শহরের কোথাও ভিড় না জমতে পারে যানবাহন গুলির । প্রতিনিয়ত প্রশাসন থেকে দেওয়া হচ্ছিল টহলদারি ।‌ সবমিলিয়ে সপ্তমীর রাত কেটেছে উদয়পুরে ব্যাপক জমজমাট ।

You may also like

Leave a Comment