প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর শহরে শারদীয়া দুর্গাপূজার আগেই দূঘটনা মুক্ত করতে এবার কঠোর হল ট্রাফিক পুলিশ। উদয়পুর শহরে বুধবার সকাল থেকেই চলে ট্রাফিক পুলিশের অভিযান। এদিন সকাল থেকেই রাস্তার পাশে বেআইনিভাবে বাইক চালানো ও হেলমেট জন্য জরিমানার করে দিচ্ছে ট্রাফিক পুলিশ। এতে করে বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম দিন দিন শহরে বাড়ছে। অপরদিকে, বাড়ছে রাতের বেলা দুর্ঘটনা।
তাই এবার শহরে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট টিম দ্বারা নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বুধবার রমেশ চৌমুহনী এলাকা সহ বিভিন্ন জায়গায় রাস্তার বেআইনিভাবে বাইক চালানো ও হেলমেট জন্য করা হচ্ছে জরিমানা। অভিযানে থাকা মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা জানিয়েছেন, বুধবার সকাল থেকে উদয়পুর শহরের ব্যস্ততম সড়কগুলিতে অভিযান চালানো। অভিযানে বেআইনি ভাবে বাইক চালানো এবং হেলমেট জন্যও জরিমানা করা হয়েছে। কারণ বিভিন্নভাবে বেআইনি ভাবে বাইক চালানো না করতে সচেতনমূলক কর্মসূচি করার পরেও তারা পরিবহন আইন লঙ্ঘন করছে। তাই এদিন প্রথম পর্যায়ে পাঁচ শতাধিক টাকা জরিমানা করা হয়েছে। তবে শহরবাসী দাবি এই ধরনের অভিযান নিয়মিত জারি রাখার জন্য। কারণ রাতের বেলাও বাড়ছে দুর্ঘটনা। নিয়মিত এভাবে অভিযান চালিয়ে জরিমানা করলে হয়তো হুশ ফিরবে রাস্তা বেআইনি ভাবে বাইক চালানো ও হেলমেট ব্যবহার না করা ব্যক্তিদের।