প্রতিনিধি, গন্ডাছড়া :- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবিবার গন্ডাছড়া মহকুমাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রাইমা- সাইমা কলাক্ষেত্রের শুভ উদ্বোধন হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বোতাম টিপে একে একে পাঁচটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে গন্ডাছড়া নব নির্মিত অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,এমপি রেবতী ত্রিপুরা, ইএম রাজেশ ত্রিপুরা, বিদায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং , এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার প্রমুখরা। ৭৫০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়ামটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৩ লক্ষ টাকা। আগামীদিনে এটি এলাকার জনগণের সাংস্কৃতিক পরিচর্যার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। কাজটি দেখা শুনার দায়িত্বে ছিল পূর্ত দপ্তর। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এম/এস. এন.জি ভট্টাচার্য কনস্ট্রাকশন কম্পানি জেলার অন্যতম এই অডিটোরিয়ামটি সুন্দরভাবে নির্মাণ করেন। শিক্ষাঙ্গনকে ডেলে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই দিশায় গন্ডাছড়া মহকুমার রতননগরে রতন মনি পাড়া হাই স্কুলে নির্মিত হয়েছে নতুন বিদ্যালয় ভবন। সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ও গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ভবনটি তৈরি করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৪৫ হাজার ৩২১ টাকা। এই এলাকার শিক্ষার বিকাশে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে কন্যা সন্তানদের জন্য সুগম গড়ে তুলতে রাজ্য সরকারের প্রয়াসে নির্মিত হয়েছে দুর্বাজয় কুস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের বালিকাছাত্রী নিবাস। শিক্ষা ক্ষেত্রে গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ও সমগ্র শিক্ষা অভিযানের অধীনে এই হোস্টেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৩০৫ টাকা। শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো গত উন্নয়নকে মাথায় রেখে আনন্দ রোয়াজা মেমোরিয়াম ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ে নির্মিত হয়েছে কালচারাল হল। গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই হলটি নির্মানে ব্যয় হয়েছে ৩৪ লক্ষ ৭৬ হাজার ১৭২ টাকা ৫১ পয়সা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার এটি বিশেষ ভূমিকা পালন করবে। এর সাথে মুখ্যমন্ত্রীর হাত ধরে মহকুমাবাসীর বহুদিনের প্রতীক্ষিত গন্ডাছড়া মটর স্ট্যান্ডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ পাঁচ কোটি টাকা। এসব প্রকল্পের উদ্বোধন করে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যজুড়ে উন্নয়ন কর্মযজ্ঞ রুপায়ন হয়ে চলছে। তিনি বলেন গন্ডাছড়ার মতো প্রত্যন্ত মহকুমা এলাকায় বিগত সরকারের আমলে তেমন কোন উন্নয়ন দেখা যায়নি। বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় বসতেই রাজধানী শহর আগরতলার পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ। গন্ডাছড়ায় একাধিক প্রকল্প রূপায়ণ তার প্রমাণ বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথেই কাজ করে চলছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাদা নজর রয়েছে। তিনি এই এলাকার বিকাশে বিশেষভাবে নজর দিয়েছেন। আর এই কারণেই ত্রিপুরার উন্নয়নের গতি হয়েছে ত্বরান্বিত।
209
previous post