প্রতিনিধি। তেলিয়ামুড়া।১০ই মার্চ।
অধুনা ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতকে বিভাজিত করে প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের আত্মপ্রকাশ ঘটেছিল বাম আমলেই। কিন্তু তদানীন্তন সময়ে না প্রশাসকেরা, না রাজনৈতিক দলের কথিত প্রতিভুরা পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনার জন্য পঞ্চায়েত ঘরের ব্যবস্থা করেননি। ফলে বাধ্য হয়েই অস্থায়ী ঠিকানায় বছরের পর বছর কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম পরিচালিত হচ্ছিল। অবশেষে আজ স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ , গ্রাম পঞ্চায়েতের প্রধান জয় কুমার দাস প্রমুখ দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের নতুন পাকা ভবনের পথ চলা শুরু হল। সংশ্লিষ্ট অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন এই নতুন পাকা ভবনের ফলে এখন থেকে নিশ্চিতভাবে দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় সুবিধে হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলেও বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেন। পাশাপাশি বিধায়ক সাহেব ওনার আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ বাম আমলে কেন পঞ্চায়েত ভবন তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়নি, সে বিষয় নিয়ে উসমা প্রকাশ করেন। শ্রীদাস চৌধুরী দাবি করেন বর্তমান সময়ে ডাবল ইঞ্জিন সরকারের বদান্যতায় শুধুমাত্র কল্যাণপুর না, গোটা রাজ্য জুড়েই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে
এদিকে আজ দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত এই পঞ্চায়েত ভবনের উদ্বোধনের সাক্ষী হতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দারুন ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়।
অবশেষে স্থায়ী ঠিকানা পেল দক্ষিণ গিলাতলী গ্রাম পঞ্চায়েত।
140