Home » সাতসকালে দুর্ঘটনার কবলে মালবাহী অটো গাড়ি

সাতসকালে দুর্ঘটনার কবলে মালবাহী অটো গাড়ি

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

সাত সকালে যান দুর্ঘটনা । ঘটনা বিবরণে জানা যায় , মালবাহী একটি তিন চাকা অটো যার নাম্বার টিআর ০৩ জে ১৮৮৯ উদয়পুর থেকে কাকড়াবনের দিকে যাওয়ার সময় জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজধর নগর মাদ্রাসার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন চাকা একটি অটো গাড়িকে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা অটো গাড়িটিযে । সেই সময় যদিও কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী অটো গাড়িটির কিছু পরিমাণ ক্ষতি হয় । ঘটনাস্থলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে যাওয়ার কিছু মুহূর্তের মধ্যেই মালবাহী অটো গাড়ির ড্রাইভার বলে উঠে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি দিয়ে দেওয়া হবে যাত্রীবাহী অটো গাড়ির মালিক কে । দীর্ঘ এক ঘণ্টার পর স্বাভাবিক হয় কাঁকড়াবন সড়কে যান চলাচল ।

You may also like

Leave a Comment