Home » উত্তরপ্রদেশও বৃষ্টিতে বিপর্যস্ত, দুর্যোগে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু, জলের তলায় বহু নিচু এলাকা

উত্তরপ্রদেশও বৃষ্টিতে বিপর্যস্ত, দুর্যোগে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু, জলের তলায় বহু নিচু এলাকা

by admin

বৃষ্টিতে বিপর্যস্ত দেশের একাংশ। দুর্যোগ উত্তরপ্রদেশেও। সে রাজ্যে গত তিন দিনে বৃষ্টির জেরে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১০ জন। সোমবার যোগী আদিত্যনাথের সরকারের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, মৃত ৩৪ জনের মধ্যে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে হড়পা বান এবং ধসের কারণে।দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন তিনি।চলতি বর্ষার মরসুমে উত্তরপ্রদেশে ১১ শতাংশ বাড়তি বৃষ্টি হয়েছে। তার জেরে গঙ্গা, যমুনা, রামগঙ্গা-সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। ৭৫টি জেলার মধ্যে প্রায় ৬৮টি জেলায় বৃষ্টি হয়েছে। এই তথ্য দিয়েছে মৌসম ভবন।

You may also like

Leave a Comment