Home » বাদ ভাইপো অজিত! কন্যা সুপ্রিয়া এবং প্রফুল পটেলকে এনসিপির কার্যকরী সভাপতি ঘোষণা পওয়ারের

বাদ ভাইপো অজিত! কন্যা সুপ্রিয়া এবং প্রফুল পটেলকে এনসিপির কার্যকরী সভাপতি ঘোষণা পওয়ারের

by admin

এনসিপিতে শরদ পওয়ারের পর কে? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন খোদ পওয়ারই। শনিবার কন্যা সুপ্রিয়া সুলে এবং প্রফুল পটেলকে দলের কার্যকরী সভাপতি হিসাবে ঘোষণা করলেন। দলের ২৫তম জন্মদিবসের দিনই পওয়ারের এই ঘোষণা। ১৯৯৯ সালে পিএ সাংমার সঙ্গে মিলে এনসিপি তৈরি করেছিলেন পওয়ার। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, নতুন রদবদলে জায়গা হল না অজিত পওয়ারের।ভারতের রাজনীতিতে ক্ষুরধার মস্তিষ্কের জন্য তাঁর পরিচিতি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তাঁর রাজনৈতিক প্রজ্ঞার গুনমুগ্ধ। এনসিপি প্রধান পওয়ার আবার ‘খেলা’ দেখালেন। শনিবার, দলের ২৫তম জন্মদিবসে পওয়ার ঘোষণা করলেন, তাঁর পরে দলের ভার যাবে কাদের হাতে। দেখা গেল, ভাইপো অজিতের নামগন্ধ নেই। কার্যকরী সভাপতির পদ পেয়েছেন মেয়ে সুপ্রিয়া এবং প্রফুল পটেল। জানা গিয়েছে, পওয়ার আপাতত এনসিপি সভাপতি পদেই থাকবেন। তাঁকে সভাপতিত্বে সহায়তা দেবেন সুপ্রিয়া এবং প্রফুল।

You may also like

Leave a Comment