Home » সময়ের মধ্যে যান দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

সময়ের মধ্যে যান দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর…… সময়ের মধ্যে যান দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই বিষয়টা জলের মতো পরিষ্কার অধিকাংশ ক্ষেত্রেই অসতর্কতা কিংবা অসচেতনতার জন্য যান দুর্ঘটনা গুলো ভয়াবহতার মাত্রা ছড়াচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই সরকারকে না প্রশাসন বরাবরই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করে চলেছেন তার পরেও যেভাবে যান দুর্ঘটনা ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছে তাতে এটা নিশ্চিত যান দুর্ঘটনা শুধুমাত্র সরকারের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এবার এই গুরুত্বপূর্ণ বিষয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে যান চালকদের সার্বিকভাবে সচেতন করার জন্য মাঠে নামল একদল ছাত্রছাত্রীরা। কল্যাণপুরের নর্থ গিলাতলী রতিয়া, দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএসের বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে আজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের এনএসএস এর স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারা সম্মিলিতভাবে যান দুর্ঘটনা রোধে সমস্ত অংশকে সচেতন করার জন্য ময়দানে নামল। কল্যাণপুর মোটর ট্রেনসহ সৈনিক এলাকায় বিভিন্ন অংশের যানচালকদের আগামী দিনের যান চালানোর সময় সমস্ত প্রকারের ট্রাফিক বিধিকে মান্যতা দেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার জন্য আবেদন জানান ছাত্রছাত্রীরা। এদিকে ছাত্রছাত্রীদের এখনো সমাজ দরদী ভূমিকাতে ব্যাপক প্রশংসা সর্বত্রই।
এর পাশাপাশি আজ সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা স্থানীয় কল্যাণপুর হাসপাতালে যে সমস্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে ফল মিষ্টি দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

You may also like

Leave a Comment