প্রতিনিধি, বিশালগড়, ১০ ডিসেম্বর।। সম্প্রতি বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা হয়েছে। বোমা বন্দুক ধারালো অস্ত্র নিয়ে হামলা হুজ্জতি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতেই পালিয়ে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা ভঙ্গকারীরা। শান্তি বিনষ্টকারী কংগ্রেস এবং সিপিএমের বেশ কিছু নেতা কর্মী এখনো পলাতক। এরপরেও জনমনে ভীতি রয়েছে। সেই ভিতি দূর করে আস্থা অর্জন করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। শনিবার বিশালগড় মহকুমার চার থানার পুলিশ যৌথভাবে ফ্ল্যাগমার্চ করেছে। বিশালগড় পুরুষ এবং মহিলা থানা, বিশ্রামগঞ্জ থানা, মধুপুর থানার পুলিশ ফ্ল্যাগ মার্চে অংশ নিয়েছে। এছাড়া ছিল টিএসআর এবং সিআরপিএফ জওয়ান। ফ্ল্যাগ মার্চের নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস এবং চার থানার ওসি। শনিবার বিকাল দুইটায় এসডিপিও অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় ফ্ল্যাগমার্চ। রাত নয়টা পর্যন্ত চলে যৌথ বাহিনীর ফ্ল্যাগমার্চ। বিশালগড়ের অলিগলি সর্বত্র সারিবদ্ধ পুলিশ টিএসআর কেন্দ্রীয় বাহিনীর টহল চলে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রণধীর দেববর্মা জানান সম্প্রতি কিছু আইন শৃঙ্খলা জনিত ঘটনা ঘটেছে। তাই মানুষের আস্থা অর্জনের পাশাপাশি সমাজবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে ফ্ল্যাগমার্চের আয়োজন। পর্যায়ক্রমে মহকুমার চারটি থানা এলাকায় এই কার্যক্রম হবে। এছাড়া কোথাও কোন আইন শৃঙ্খলা জনিত ঘটনা ঘটলে মহকুমার চারটি থানা সম্মিলিত ভাবে তা মোকাবিলা করবে । আজকে এর একটি মহড়া হয়ে গেলো। ফ্ল্যাগমার্চ চলাকালীন কোন বেআইনি বস্তু, নেশা সামগ্রী, নেশা কারবারি, জুয়ারি, অপরাধী পেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে বিশালগড়ে।
114
next post