Home » পুলওয়ামায় জঙ্গি হামলায় অভিযুক্তের বাড়ি বুলডোজ়ারে গুঁড়িয়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ

পুলওয়ামায় জঙ্গি হামলায় অভিযুক্তের বাড়ি বুলডোজ়ারে গুঁড়িয়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ

by admin

সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন পুলওয়ামা হামলার অন্যতম অভিযুক্ত জইশ কমান্ডার আশিক নিংরুর বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। পুলওয়ামা জেলার নিউ কলোনিতে দোতলা বাড়ি তৈরি করেছিলেন জইশ কমান্ডার। শনিবার সেই বাড়িই ভেঙে দিল জেলা প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই-কে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতে নিংরুর বাড়ি ভাঙা হয়েছে। বাড়িটি ভাঙার প্রস্তুতি নিতেই জঙ্গি সংগঠন ‘দ্য রেজিসট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ) হুমকি দেওয়া শুরু করে। বাড়ি ভাঙলে ফল ভাল হবে না বলে হুমকি দেয় জঙ্গি সংগঠনটি। যদিও সেই হুমকি উপেক্ষা করেই বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ এবং জেলা প্রশাসন।

You may also like

Leave a Comment