Home » জেলা লিগ্যাল সার্ভিস এর উদ্যোগে মানবাধিকার নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত।

জেলা লিগ্যাল সার্ভিস এর উদ্যোগে মানবাধিকার নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
শনিবার ধর্মনগরের রাগনা গ্রাম পঞ্চায়েতে মানবাধিকার নিয়ে একদিনের এক কর্মশালা উদ্যোগ নেয় জেলা লিগ্যাল সার্ভিস। রিচার্জ পারসন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বিকাশ আচার্য পি এল ভি চিরঞ্জিত মালাকার এবং পি এল ভি স্বপ্না চক্রবর্তী। সহদেব করেন রাগনা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা যশোমতী দাস।মানবাধিকার আইন এটি একটি কেন্দ্রীয় আইন সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে মানুষের যেসব মৌলিক অধিকার ঘোষণা করা হয়েছে সেই সব অধিকার কে সুরক্ষিত করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে 1993 সালে।: মানবাধিকার জাতি ধর্ম বর্ণ বিশ্বাস শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এই অধিকার লাভ করে একজন মানুষ বেঁচে থাকা এবং সমাজের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য কোথাও মানুষের অধিকার খর্ব হলো কিনা এসব দেখা ও প্রতিকারের জন্য তৈরি হয়েছে মানবাধিকার কমিশন
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে ১৯৪৮ সাল থেকে ১০ই ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালন করার কথা বলা হয়।

You may also like

Leave a Comment