Home » বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হিন্দু ঐক্য মঞ্চ

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হিন্দু ঐক্য মঞ্চ

by admin

প্রতিনিধি কৈলাসহর:-বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতনের ঘটনায় অসুরক্ষিত হয়ে পড়ছে হিন্দুরা।জামাত এবং বিএনপির অত্যাচারে কয়েক লক্ষ হিন্দু গৃহহীন।বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ এবং নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ত্রিপুরার কৈলাসহরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে হিন্দু ঐক্য মঞ্চ। চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন ট্রাইজংশন থেকে শুরু হয়ে এই প্রতিবাদ রেলি কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন আরকেআই ময়দানে গিয়ে শেষ হবে।আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরুণ নেতা ও আইনজীবী সন্দীপ দেবরায় বলেন,বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নতুন কিছু নয়,তবে সাম্প্রতিক ঘটনাগুলো বিশেষভাবে উদ্বেগজনক। মন্দিরে হামলা,দেব-দেবীর মূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু ধর্মীয় নেতাদের হয়রানি চলছে।সনাতনী ধর্ম প্রচারক চিন্ময় প্রভূকে অন্যায়ভাবে আটক করা হয়েছে,যা ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।
তিনি আরও জানান,এই প্রতিবাদ সমাবেশ শুধু একটি আন্দোলন নয় বরং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর এক প্রয়াস। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানিয়ে তিনি বলেন,চিন্ময় প্রভূর নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
সাংবাদিক সম্মেলনে বিজয় দাস ও অজয় দাস সহ মঞ্চের আরও সদস্যরা উপস্থিত ছিলেন।বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা দীর্ঘদিনের। ২০২১ সালের কুমিল্লার দুর্গাপূজায় কোরআন শরীফের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর,নোয়াখালী এবং রংপুরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।২০২৩ সালে খুলনায় জমি বিরোধে হিন্দু পরিবারের ওপর হামলা এবং রংপুরে গুজবকে কেন্দ্র করে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো এই চিত্র আরও পরিষ্কার করে।হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে কৈলাসহরের প্রতিটি নাগরিককে আগামীকাল বেলা ১২টায় চণ্ডীপুর ট্রাইজংশনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment