ধর্মনগর প্রতিনিধি।
শুক্রবার ধর্মনগরের কালী দীঘির পাড়ে কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে যে নেতাজি মূর্তি রয়েছে তার আদলে ধর্মনগরে একটি নেতাজী মূর্তির উন্মোচন হল। উন্মোচন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া ঠিক তার পাশেই পুরো পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে এক বছরে যে উন্নয়ন হয়েছে তার নথি প্রকাশ করল ধর্মনগর পুর পরিষদ। অনুষ্ঠানে উপাধ্যক্ষ ছড়াবো উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ ঊনকোটি জেলার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সমাজসেবী শ্যামল নাথ সহ পুরো পরিষদের নির্বাচিত প্রত্যেক সদস্য সদস্য এবং ৫৬ বিধানসভা এলাকার ছয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। উদ্বোধক বিশ্ববন্ধু সেন বলেন চাঁদা না নেওয়ায় ধর্মনগরের বেশ কিছু ব্যবসায়ী উনার উপর অসন্তুষ্ট। কিন্তু সরকার চালাচ্ছে সাধারণ জনগণ তাই ব্যবসায়ী দের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের সুবিধা মত তিনি কাজ করতে পারবেন না। এই সরকারের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষকে জননিরাপত্তা দিয়েছে। বিজেপি সরকার আইন-শৃঙ্খলা মজবুত করতে সব সময় বদ্ধপরিকর। পুরনো সিপিএমরা যারা নব্য কংগ্রেস হয়েছে তারা বিভিন্নভাবে ধর্মনগরে সাম্প্রদায়িকতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের প্রয়াস কখনো সার্থক হবে না। আগামী নির্বাচনে মানুষ যেভাবে বিশ্ববন্ধু সেনকে ভালোবাসে তাই তিনি বারথেকে পনের হাজার ভোটে জিতবেন বলে দাবি করেন। ধর্মনগরে বিজেপি দল প্রচন্ড সাংগঠনিকভাবে সংগঠিত। তাই তিনি নিশ্চিত। ২০১৮ তে বিজেপি সরকারে আসার আগে ২৫ বছর ধর্মনগরে সাংস্কৃতিক দলগুলির উপর শোষণ চালিয়েছিল বামফ্রন্ট সরকার। ধর্মনগরে কি কি হয়েছে তা বলতে গিয়ে জানান ৫০০ থেকে ৬০০ সঠিক বিপিএল কার্ড প্রদান করা হয়েছে ৫৬ নং বিধানসভা এলাকায়। ৩৮৩ জনকে টুইপের কার দেওয়া হয়েছে। যেভাবে উন্নয়নের কাজ চলছে তাই ১০০ বছরেও ধর্মনগরের এই দুর্গ কে কেউ ভাঙতে পারবে না। কিছু সংখ্যক অফিসার ইচ্ছে করে ধর্মনগরের উন্নয়নে অন্তরায় সৃষ্টি করে কাজের গতিকে মন্থর করে দিতে চাইছে। কিন্তু উন্নয়নকে বন্ধ করে দেওয়া যাবে না। পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ঘোষণা দেন ধর্মনগর পুরো পরিষদ ১৫ শতাংশ প্রপার্টি ট্যাক্স মুকুব করে এবং মাসিক জলকর ৫০ টাকার পরিবর্তে 30 টাকা নেওয়া শুরু করছে। ধর্মনগরে ১০৫ ফুট উঁচু একটি জাতীয় পতাকা নির্মাণের কাজ চলছে। আগামী ২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে ধর্মনগরের বাবুর বাজারে একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া ধর্মনগরের মহাশ্মশানে একটি ইলেকট্রিক চুল্লি বসানোর জন্য এক কোটি নয় লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে। পদ্মপুরে একটি সমাধিস্থল স্থাপন করা কাজ প্রায় শেষ। কারণ জায়গার সংকীর্ণতার কারণে সমাধি স্থল একটা বিশাল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এক বছরে ধর্মনগর পুরো পরিষদ যে বিশাল কর্মকাণ্ড সম্পন্ন করেছে তার খতিয়ান প্রকাশ করে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। এর ভিত্তিতে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। একই সাথে আজ পুরো পরিষদের জন্য দুটি টিপার গাড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাতে চালু করা হয়। যেসব সুবিধাভোগী পুরো পরিষদের বিভিন্ন প্রকল্পের আওতায় এসেছে তাদের হাতে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাগজ তুলে দেওয়া হয়।
ধর্মনগরে দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোস এর মূর্তির আবরণ উন্মোচন
120
previous post