Home » পুলিশ সুপারের নেতৃত্বে ফ্লেগ মার্চ অনুষ্ঠিত কৈলাসহরে

পুলিশ সুপারের নেতৃত্বে ফ্লেগ মার্চ অনুষ্ঠিত কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঊনকোটি জেলার প্রতিটি থানা এলাকায় শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ।বিভিন্ন বিধানসভা বাজার এলাকার স্পর্শ এবং অতি স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ।এরই অঙ্গ হিসাবে বিকেল ৩টায় ইরানী থানার সামনে থেকে শুরু হয় এই মার্জ।সন্ধ্যা ছয়টায় কৈলাসহর থানার সামনে থেকে শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ।উক্ত এই ফ্ল্যাগ মার্চটি কৈলাশহর থানার সামনে থেকে শুরু হয়ে কৈলাশহর বাজার,সিনেমা হল রোড,সেন্ট্রাল রোড, আরজিএম হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে উক্ত এই ফ্ল্যাগ মার্চটি জলাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর আই পি এস,মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, কৈলাশহর থানার ওসি বিজয়কৃষ্ণ দাস সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।ত্রিপুরা পুলিশ,টিএসআর, সিআরপিএফের জোয়ানরা অংশগ্রহণ করেন।এই ফ্ল্যাগ মার্চের মূল উদ্দেশ্য হল এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা।নির্বাচনের পূর্বে এধরনের মহড়া আইন শৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট সহায়ক হবে।

You may also like

Leave a Comment