Home » টি.আর.পি এবং পি.টি.জি নর্থ ডিভিশনের নবনির্মিত মাল্টি পারপাস কমিউনিটি হল

টি.আর.পি এবং পি.টি.জি নর্থ ডিভিশনের নবনির্মিত মাল্টি পারপাস কমিউনিটি হল

by admin

প্রতিনিধি ধর্মনগর। কাঞ্চনপুর মহকুমার গোচিরাম পাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো টি.আর.পি এবং পি.টি.জি নর্থ ডিভিশনের নবনির্মিত মাল্টি পারপাস কমিউনিটি হলের।গছিরামপাড়া বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত মাল্টি পারপাস কমিউনিটি হলের দ্বারোৎঘাটন করেন কাঞ্চনপুরের বিধায়ক তথা রাজ্যের সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। মন্ত্রী সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং,এম.ডি.সি শৈলেন্দ্র নাথ সহ রাজ্য সরকারের টি .আর.পি এবং পি.টি.জি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা ও দপ্তরের আধিকারিকরা। একই দিনে গছিরামপাড়ায় নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধনের সঙ্গে কো অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহক পরিসেবা কেন্দ্রের সূচনা করেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেন, এতো বছর যাবৎ গছিরামপাড়া এলাকার উপজাতি অংশের মানুষ নানা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।কিন্তু বর্তমানে আই পি এফ টি ও বিজেপি সরকার প্রতিষ্টার পর থেকে গোচিরা পাড়াসহ সমগ্র রাজ‍্যেই মানুষের সুবিধার্থে সরকারি সবরকম উন্নয়নমূলক পরিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাজ‍্য সরকারের সদইচ্ছা থাকাই গোচিরাম একই দিনে দুটি জনস্বার্থ সম্পর্কীত পরিষেবার শুভ উদ্বোধন সম্ভব হয়েছে।অনুষ্টানে স্থানীয়দের মধ‍্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ ও দশদা ব্লকের চেয়ারম্যান উদারাম রিয়াং প্রমুখ

You may also like

Leave a Comment