Home » ২০২৩ কে ভিত্তি বছর ধরে নির্বাচন তালিকার যে সংশোধনের কাজ হবে তার খরসা ভোটার তালিকা আজকে প্রকাশিত হয়েছে সাব্র মহকুমা শাসকের কার্যালয়ে

২০২৩ কে ভিত্তি বছর ধরে নির্বাচন তালিকার যে সংশোধনের কাজ হবে তার খরসা ভোটার তালিকা আজকে প্রকাশিত হয়েছে সাব্র মহকুমা শাসকের কার্যালয়ে

by admin

২০২৩ কে ভিত্তি বছর ধরে নির্বাচন তালিকার যে সংশোধনের কাজ হবে তার খরসা ভোটার তালিকা আজকে প্রকাশিত হয়েছে সাব্র মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান সাব্রুমের মহকুমা শাসক অমর্ত বর্মন ।

সাবরুম মহকুমাতে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই দুটি হল ৪০ সাব্রুম বিধানসভা ও ৩৯ মনুবিধান সভা ।এই দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ২৩৪৩৪ জন ও মহিলা ভোটার রয়েছে ২২ হাজার ৫৪১ জন মোট ভোটার রয়েছে ৪৫ হাজার ৯৭৫ জন। ৪০ সাব রুম বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ২৩৯৮৮ জন ও মহিলা ভোটার রয়েছে ২২ হাজার ৫৭৩ জন এই কেন্দ্রে মোট ভোটার ৪৬ হাজার ৫৬১ জন । আজ তা মহকুমা শাসক কার্যালয়ে সাবরুমের মহকুমা শাসক অমর্ত্য বর্মন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানা। ৩৯যনু বিধানসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৪ টি ৪০ সাবরুম বিধানসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৩ টি । সর্বমোট পুলিং স্টেশন রয়েছে এই দুই কেন্দ্রে ৮৬ টি তার মধ্যে নগর পঞ্চায়েত এলাকায় রয়েছে চারটি ও গ্রামের রয়েছে ৮২ টি ‌। হোকমা শাসক জানান দাবি আপত্তি জানানো সময় সীমা হচ্ছে নয় 11 2022 থেকে শুরু করে ৮/১২-২০২২ পর্যন্ত কমিশনের নির্দেশ অনুযায়ী চারটি স্পেশাল শিবিরের ডেট রয়েছে সেগুলো হচ্ছে 19 11 2022 শনিবার ২০ ১১ ২০২০ রবিবার তিন বার ২০২২ শনিবার এবং ৪-১২ ২০২২ রবিবার। ৮ ১২ ২০২২ অব্দি যে সকল দাবি আপত্তি আসবে তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ২৬-১২ ২০২২ এর মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৫ ১ ২০২৩ বলে তিনি জানান।

You may also like

Leave a Comment