২০২৩ কে ভিত্তি বছর ধরে নির্বাচন তালিকার যে সংশোধনের কাজ হবে তার খরসা ভোটার তালিকা আজকে প্রকাশিত হয়েছে সাব্র মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান সাব্রুমের মহকুমা শাসক অমর্ত বর্মন ।
সাবরুম মহকুমাতে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই দুটি হল ৪০ সাব্রুম বিধানসভা ও ৩৯ মনুবিধান সভা ।এই দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ২৩৪৩৪ জন ও মহিলা ভোটার রয়েছে ২২ হাজার ৫৪১ জন মোট ভোটার রয়েছে ৪৫ হাজার ৯৭৫ জন। ৪০ সাব রুম বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ২৩৯৮৮ জন ও মহিলা ভোটার রয়েছে ২২ হাজার ৫৭৩ জন এই কেন্দ্রে মোট ভোটার ৪৬ হাজার ৫৬১ জন । আজ তা মহকুমা শাসক কার্যালয়ে সাবরুমের মহকুমা শাসক অমর্ত্য বর্মন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানা। ৩৯যনু বিধানসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৪ টি ৪০ সাবরুম বিধানসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৩ টি । সর্বমোট পুলিং স্টেশন রয়েছে এই দুই কেন্দ্রে ৮৬ টি তার মধ্যে নগর পঞ্চায়েত এলাকায় রয়েছে চারটি ও গ্রামের রয়েছে ৮২ টি । হোকমা শাসক জানান দাবি আপত্তি জানানো সময় সীমা হচ্ছে নয় 11 2022 থেকে শুরু করে ৮/১২-২০২২ পর্যন্ত কমিশনের নির্দেশ অনুযায়ী চারটি স্পেশাল শিবিরের ডেট রয়েছে সেগুলো হচ্ছে 19 11 2022 শনিবার ২০ ১১ ২০২০ রবিবার তিন বার ২০২২ শনিবার এবং ৪-১২ ২০২২ রবিবার। ৮ ১২ ২০২২ অব্দি যে সকল দাবি আপত্তি আসবে তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ২৬-১২ ২০২২ এর মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৫ ১ ২০২৩ বলে তিনি জানান।