প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে মানুষ ক্রমশ ডিজিটাল দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছে। এমনকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোও তাদের ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য বেছে নিচ্ছে অনলাইন মিডিয়াকে।
আর এই ডিজিটালাইজেশনের সম্মুখ বার্তা নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে কাজ করে আসছে Cibato.com!
সিবাটো হচ্ছে একটি বাংলাদেশী অনলাইন এজেন্সি, যারা ডিজিটাল মিডিয়ার সকল প্রকার সার্ভিস সরবরাহ করে থাকে। বলা চলে, সিবাটো হচ্ছে অনলাইন মিডিয়ার অলরাউন্ডার!!
অনলাইন মিডিয়ার গতানুগতিক এজেন্সির থেকে একেবারেই আলাদা সিবাটো! প্রতারণায় ঠাসা অনলাইন দুনিয়ায় ভরসার প্রতীক হয়ে থাকতে চায় কোম্পানিটি। তাদের প্রতিটি ক্লাইন্টকেই সমান গুরুত্ব প্রদান করে থাকে তারা। ফলে তাদের করা প্রত্যেকটি প্রজেক্টই সফলতার মুখ দেখতে পায়!
সিবাটো সম্পর্কে কোম্পানিটির প্রতিষ্ঠাতা অনিক হোসেন জানান, “বর্তমান যুগে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত না। বাচ্চা থেকে বুড়ো— সকলেই এখন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চায়, তাদের ব্যবসাকে অনলাইন মাধ্যমে প্রসারিত করতে।
এমন অনেক কোম্পানি রয়েছে, যারা শুধুমাত্র অনলাইনেই তাদের প্রোডাক্ট বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।
জনাব অনিক হোসেন আরও জানান, “বাস্তব জীবনে নিজের ব্যবসাকে সেটেল করা যতটা সহজ, অনলাইন মিডিয়ায় ঠিক ততটাই কঠিন। তাই অনেক বড় বড় কোম্পানিও এমন রয়েছে, যারা অফলাইন জগতের কিং হলেও অনলাইনে এসে খেই হারিয়ে ফেলে। সেইসকল কোম্পানিদের পাশেই আস্থার হাত রাখতে চায় সিবাটো।
সেই সকল কোম্পানির অনলাইন অগ্রযাত্রার হাতেখড়ি থেকে শুরু করে তাদের প্রোডাক্ট বিক্রি পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আস্থার জায়গা হতে চায় সিবাটো।
কোম্পানির সার্ভিস সম্পর্কে তিনি জানান, সিবাটো অনলাইন দুনিয়ার সকল প্রকার সার্ভিসই মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে প্রোভাইড করে থাকে।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট,
ই-কমার্স সাইটের জন্য নিজস্ব প্লাটফর্ম তৈরি,
ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং, ভয়েস ওভার, কন্টেন্ট রাইটিং– সব সার্ভিসই দিয়ে থাকি আমরা।
প্রতিটি সেক্টরে কাজ করার জন্য আমাদের স্বতন্ত্র দক্ষ টিম মেম্বার রয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে আমাদের কাছ থেকে যেসকল ক্লাইন্টরা সেবাগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সিবাটোর সঙ্গে কাজ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশ-বিদেশের নামি-দামি সব কোম্পানিগুলো।
এজেন্সিটির কাছ থেকে সেবা নেয়া এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে Medistore.
বাংলাদেশের প্রথম হেলথ কেয়ার ওয়েবসাইটটির জন্য প্রয়োজনীয় সকল প্রকার ডিজিটাল সার্ভিস প্রদান করে চলেছে Cibato.
সিবাটোর হাত ধরে বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় হেলথ কেয়ার সার্ভিসের পদ ধরে আছে Medistore!
এছাড়াও Hotel Suite Sadaf নামক একটি হোটেল অথরিটির উত্থানের পেছনেও আছে সিবাটোর অবদান। Cibato ‘র দক্ষ ও সুনিপুণ কাজের সুবাদে বর্তমানে সুইট সাদাফের ৩০-৪০ শতাংশ সেলস আসছে শুধুমাত্র ওয়েবসাইট থেকেই!
এছাড়াও তুলনামূলকভাবে ব্র্যান্ডিং এ পিছিয়ে থাকা Sunnah Square নামক একটি কোম্পানির শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু দাড় করানোর পেছনে রয়েছে cibato’র বিশেষ অবদান।
তাছাড়া Ips Bazar, Hotel Regal Palace, Inani Royal Resort, Biotech International, Hotel Regal Park, Eco Social Development Org, The Cafe Rio, EduCube, Southern Park, Interior Studio, Legal Solution, Duronto Mart সহ অসংখ্য কোম্পানির ডিজিটাল জগতে উন্নতের পেছনের প্রধান মাস্টারমাইন্ড ছিল Cibato!
অনিক হোসেনের মতে, সিবাটো চায়, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানই যেন অনলাইনের জগতে নিজেদেরকে সঠিকভাবে মেলে ধরতে পারে।
অনলাইন মিডিয়ায় কোম্পানিগুলোর মাঝে সুস্থ প্রতিযোগিতা যতটা বাড়বে, গ্রাহকদের জন্য তা ততটাই মঙ্গলজনক হবে।