প্রতিনিধি, উদয়পুর :-বুধবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে গোমতী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি উদ্যোগে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এবং জেলা ভিত্তিক আশা কনভেনশনের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ছোট্ট চারা গাছে জল দিয়ে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এই ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা,উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার চিফ ম্যাডিকেল অফিসার ডঃ কমল রিয়াং সহ আরো অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগন। এই অনুষ্ঠানে আশা ও আশা ফ্যাসিলিটেটর সেরা পারফর্মিং এবং যারা বন্যা সমাধানের সময় অনায়াসে কাজ করেন ১৩ জনকে সংবর্ধনা প্রদান করেন । অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আশা কর্মীদের উৎসর্গের প্রশংসা করেন। “আশা কর্মীরা যেভাবে প্রতিটি গ্রামে মানুষকে সেবা দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। যে তারা আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিষেবাগুলিকে জনগণের কাছে নিয়ে আসতে থাকবে।
তিনি আরোও বলেন , রাজ্য আশা কর্মীরা প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আশা কর্মীদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। আশা কর্মীরা তাদের পরিষেবার উন্নতির জন্য সরকারের কাছে অনেক দাবি করে, এবং তাদের চাহিদাগুলি স্বীকার করতে এবং সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা গ্রামে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করে যাবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের চলমান সহায়তার লক্ষ্য এই প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের লক্ষ্যে তাদের আরও ক্ষমতায়ন করা। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আশা কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।