প্রতিনিধি, উদয়পুর :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর । ঘটনা শনিবার রাত আনুমানিক প্রায় আটটা নাগাদ । ঘটনার বিবরণে জানা যায় , গোমতী জেলা উদয়পুর মহকুমা অন্তর্গত মুড়াপাড়া পঞ্চায়েতের অধীন অমর সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার তার নিজের মেয়েকে নিয়ে জামজুরি বাজারে যায় । তার কিছু মুহূর্তের মধ্যে হঠাৎ একটি রান্নার গ্যাসের সিলিন্ডার শব্দ শুনতে পায় গ্রামবাসীরা । এই সিলিন্ডারের একটি অংশ পাশের বাড়ির প্রায় ৫০ মিটার দূরে গিয়ে পড়ে তার সঙ্গে আরও একটি সিলিন্ডার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে । আশেপাশে লোকজন খবর দেয় বাড়ির মালিক কে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের । অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানান , ঘর থেকে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়ির মালিক জানান প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ ও কিছু স্বর্ণালংকার ছিল। শীতের রাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে । ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে যান বিধায়ক অভিষেক দেবরায়।
58